বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ৫৪ টি কাউন্সিলর পদের ৫৩ টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) বা অন্য কোনো দলের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেন নি।
তবে সংরক্ষিত মহিলা আসনে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৭১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
৩১ নং আলকরণ ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী এই নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
বাকি ৪০ ওয়ার্ডের ৩২ টিতে আওয়ামী লীগ মনোনীত এবং ৭ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।
পূর্ব বাকলিয়া ১৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১৪ আসনের ১৩ টিতে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী। একটিতে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
এ বছরই প্রথম পুরো নির্বাচন ইভিএমের মাধ্যমে সম্পন্ন হয়।