রিমন মুক্তাদির।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা রিটার্নিং কর্মকর্তা ছাদিকুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায়।
এছাড়াও, সভায় উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল, বিএনপি’র প্রার্থী নাজিম উদ্দিন শামসু, ইসলামী আন্দোলনের প্রার্থী বাছির আহমেদসহ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।
চুনারুঘাটে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সকলকে এ বিষয়ে অবগত করতে এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সভায় সকলকে আহবান জানানো হয়।
এছাড়াও, জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রার্থীদের বিধিনিষেধ মেনে প্রচার কার্যক্রমের জন্য বেঁধে দেওয়া সময় অনুসরণের আহবান জানান।