লিওনেল মেসির ক্যারিয়ারে যুক্ত হয়েছে আরেকটি পালক। বার্সেলোনার হয়ে ৬৫০টি গোল করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
লা লিগায় ক্যাম্প ন্যুয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচের ২০তম মিনিটে নিজের বার্সেলোনা ক্যারিয়ারের ৬৫০তম গোলটি করেন মেসি। ফ্রি-কিক থেকে পাওয়া চোখ ধাঁধানো এই গোলে ক্যারিয়ারে আরেকটি পালক যুক্ত করেন তিনি। ম্যাচে বার্সেলোনা ২-১ ব্যবধানে জয়ী হয়।
বার্সার হয়ে সব মিলিয়ে ৪৫৬ ম্যাচে ৬৫০ গোল পেলেন মেসি। যার মধ্যে ফ্রি- কিক থেকে পেলেন ৪৯তম গোল। তবে, ফ্রি- কিক থেকে লা লিগায় এটি তাঁর ৩৮তম গোল।
অনলাইন।