শুহিনুর খাদেম।। বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্যবিভ্রাট আছে মন্তব্য করে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
আজ ৩ ফেব্রুয়ারি, বুধবার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আবদুল মোমেন বলেন, কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা একটি ছবি দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়ানো দুই ভাই প্রধানমন্ত্রীর দেহরক্ষী। যা ডাহা মিথ্যা কথা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কোনো দেহরক্ষী নাই, এবং নেতাকর্মীরাই তাঁর দেহরক্ষী। ভুয়া তথ্য প্রচারের জন্য আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত।
পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন, আল জাজিরার প্রধান কাজ হচ্ছে মুসলিম দেশগুলোর দোষ খুঁজে বের করা। এ ব্যাপারে আল জাজিরাকে অনেকেই অর্থায়ন করেন বলেও তিনি অভিযোগ করেন।
অনলাইন।