হাবিবুর রহমান মাসুক।। চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও আগাম ঝড়ের আশঙ্কা রয়েছে।
একজন আবহাওয়াবিদ বলেন, ফেব্রুয়ারির শুরুটা শীতকাল হলেও শেষটা বসন্তে গিয়ে পড়ে। আর মার্চ থেকেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়ে যায়। এ কারণে এ মাসের শেষ দিকে বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এ সপ্তাহের দেশের আর কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। তাপমাত্রা বাড়তে থাকবে বলেও তিনি জানান।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত দুইদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও অনেক এলাকায় এখনো শৈত্যপ্রবাহ বইছে।
তবে, আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরো বেড়ে শৈত্যপ্রবাহের এলাকা কমে আসতে পারে।
অনলাইন।