হাবিবুর রহমান মাসুক।। হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করেছে পদক্ষেপ গণপাঠাগার। এ উপলক্ষে চুনারুঘাটের পদক্ষেপ গণপাঠাগার আলোচনা সভা ও পাপেট শো আয়োজন করে।
৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে উপজেলা কমপ্লেক্সে পদক্ষেপ গণপাঠাগার ভবনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উদযাপন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য “মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার”- কে সামনে রেখে পাঠাগারের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরুদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন জলপুতুলের সদস্য শাহরিয়ার শাওন ও আসিফ চৌধুরী, রাজউক কলেজের ছাত্র আশরাফুল ইসলাম অভি, মাইলস্টোন কলেজের ছাত্র মানস দেব অমিত, নটরডেম কলেজের ছাত্র ও পাঠাগারের সদস্য আশফাকুল ইসলাম ঊর্ধ্ব, পাঠাগারের সদস্য আতিউর রহমান মোজাম্মেল, দূর্বাঘাসের সদস্য স্বাগতা পাল চৌধুরী, রেজওয়ানা ইসলাম উপমা, নূর ই জান্নাত ও ঐশী।
আরো উপস্থিত ছিলেন পদক্ষেপ গণপাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা ও লংলা আধুনিক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম।
আলোচনায় বক্তারা গ্রন্থাগারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিগত চার বছর যাবৎ জাতীয় গ্রন্থাগার দিবস পালন করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এবারের প্রতিপাদ্য যেন বাস্তবে প্রতিফলিত হয় এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, বই পড়ার ব্যবস্থা করে তরুণদের পাঠাভ্যাসের অনুপ্রেরণা যোগানোর জন্য পদক্ষেপ গণপাঠাগারের ভূমিকা অনস্বীকার্য।
পাঠাভ্যাস এর মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন করে তরুণদের সমাজ, জাতি ও দেশ গড়ার আহ্বান জানান বক্তারা।
গ্রামে গ্রামে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগার বিনির্মাণ ও বর্তমান গ্রন্থাগারগুলোতে আরো বরাদ্দ বাড়ানো উচিত বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।
আলোচনা শেষে চুনারুঘাটের একমাত্র নারী সংগঠন দূর্বাঘাসের পরিবেশনায় ও জলপুতুল এর সহযোগিতায় এক মনোজ্ঞ পাপেট শো পরিবেশিত হয়।