হাবিবুর রহমান মাসুক।। হবিগঞ্জে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা সদরের আধুনিক হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
প্রথমে টিকা নিয়েছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। এরপর টিকা নেন হবিগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুল, সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান। এর পর একে একে টিকা নেন চিকিৎসক, মুক্তিযোদ্ধা, পুলিশসহ রেজিস্ট্রেশন করা অন্যান্যরা।
জানা যায়, হবিগঞ্জ জেলায় করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ২৩৪৬ জন। এর মধ্যে আজ ২৫০ জনকে টিকা দেওয়া হয়েছে।
টিকাগ্রহণ শেষে সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি বলেন, “জামায়াত বিএনপি ভ্যাকসিন নিয়ে গুজব ছড়িয়েছিলো, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, জনগণকে উৎসাহিত করার জন্য সর্বপ্রথম আপনাদের চোখের সামনে ভ্যাকসিন আমি নিলাম।”
কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকলের ভ্যাকসিন নেওয়া জরুরী।
টিকা গ্রহণের পর জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, “হবিগঞ্জ জেলা করোনা ভ্যাকসিন কমিটির সভাপতি হিসেবে আমি ভ্যাকসিন নিয়েছি, এবং নিয়ম অনুযায়ী সকলকে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অনলাইন।