আলপিন থেকে আইফোন কি না পারে জিঞ্জিরার কারিগরেরা। সে জিঞ্জিরাকে বাংলাদেশের মাঝে একটুকরো জাপান বললে কোন অংশে কম বলা হবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া জিঞ্জিরার শ্রমিকরা যা করে যাচ্ছেন তাতে যেকারো পিলে চমকে যেতে পারে।
জিঞ্জিরায় তৈরি হচ্ছে জাহাজ, মটরস পার্টস, ঔষধ শিল্পের বিভিন্ন মেশিন সহ এমন অনেক মেশিন যা বিদেশ থেকে আমদানি করতে হলে গড়ে ১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ করতে হতে পারে। কিন্তু জিঞ্জিরা সেই যন্ত্রপাতি দিচ্ছে মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকায়।
বাকিটা শুনুন।