রিমন মুক্তাদির।। শীতকে বিদায় জানিয়ে এসেছে বসন্ত। শীতের বিদায়ের আগে গত সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সামনে দেশের তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পরে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর পরের তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
অনলাইন।