মোঃ খাজা নিজাম উদ্দিন।। সিলেট- ঢাকা মহাসড়ককে চার লেনে উন্নীতকরণসহ ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ টাকা ব্যয়ে ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এসব প্রকল্প অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ প্রকল্পে সরকারী অর্থায়ন ৬ হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে ১৩ হাজার ২৪৪ কোটি ৬৯ লাখ টাকার।
বৈঠকে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের “বিটিসিএল এর ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণসহ ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, শুধুমাত্র চারলেনে উন্নীত করতেই সিলেট-ঢাকা মহাসড়কে কিলোমিটার প্রতি ৮১ কোটি টাকা ব্যয় করবে সরকার। এমন অস্বাভাবিক প্রস্তাবনাসহ সাসেক (তিন দেশীয় সংযোগকারী) সিলেট- ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে তোলা হয়েছিলো।