হাবিবুর রহমান মাসুক।। হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ মেয়র প্রার্থী ও ১ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনী আচরণবিধি না মেনে ফেসবুকে প্রচার মিছিলের লাইভ ও রঙিন পোস্টার বিভিন্ন মাধ্যমে প্রচার করার দায়ে বিএনপি-আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর এজেন্টকে জরিমানা করা হয়েছে।
এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদকেও জরিমানা করা হয়েছে।
জানা যায়, বিএনপির মেয়র প্রার্থী মো. এনামুল হক সেলিম এর নির্বাচনী এজেন্টকে ১০,০০০ টাকা এবং আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মো. মিজানুর রহমান এর নির্বাচনী এজেন্টকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও নির্বাচনী আচরণ লঙ্ঘন করে মিছিল বের করায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এর নির্বাচনী এজেন্টকে ৫০০০ টাকা এবং ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদ এর নির্বাচনী এজেন্টকে ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ওই মোবাইল কোর্টসমূহ পরিচালনা করেন।
এসময় নির্বাচনী এজেন্টগণ আচরণবিধি লঙ্ঘন করবেন না মর্মে অঙ্গীকার করেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।