রিমন মুক্তাদির।। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামের বিতর্কিত প্রতিবেদনটি ফেসবুক থেকে সরিয়ে নেবে ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার সংবাদমাধ্যমকে এ কথা জানান।
প্রতিবেদনটি সরিয়ে নিতে ফেসবুক ও গুগলকে অনুরোধ করেছিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী মোস্তফা জব্বার।
মন্ত্রী বলেন, প্রতিবেদনটি সরিয়ে নিতে আদালতের রায়ের কপি চেয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। আমরা তাদের সেই শর্ত পূরণ করেছি। আশা রাখছি তারা তাদের কথা রাখবে এবং প্রতিবেদনটি সরিয়ে নেবে।
‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ নামক প্রতিবেদনটি ইউটিউব থেকে সরিয়ে নিতে ইউটিউব কর্তৃপক্ষের সাথেও আলোচনা চলছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
অনলাইন।