হাবিবুর রহমান মাসুক।। সিলেট নগরীর চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় সিলেট বিভাগজুড়ে ডাকা সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিলেট সিটি কর্পোরেশন ও পরিবহন মালিক- শ্রমিকদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন নেতারা।
সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি জিয়াউল কবির পলাশ বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর জিয়াউল কবির পলাশ জানান, চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় পরিবহন মালিক- শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা পর্যায়ক্রমে প্রত্যাহারসহ মানবিক দিক বিবেচনায় ভাংচুর করা গাড়ির ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
অনলাইন।