মোঃ খাজা নিজাম উদ্দিন।। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আর অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি আর দলগতভাবে অংশ নেবে না।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কাউকে মনোনয়ন দেবো না।
তিনি বলেন, আজ জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের সমাবেশে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন করেছে।
অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবী জানিয়ে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবীও জানান তিনি।