একতরফাভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পারমানবিক কর্মসূচির ব্যাপারে কোনো আলোচনা নয় বলে জানিয়ে দিয়েছে ইরান।
রোববার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই আলোচনা হওয়ার কথা ছিলো।
ইরানকে পারমানবিক কার্যক্রম বিষয়ক ২০১৫ সালের চুক্তিতে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ বৈঠকের ডাক দেয়া হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় শক্তির সাম্প্রতিক পদক্ষেপ ও বক্তব্য বিবেচনা করা হচ্ছে। তাই ইরান এখনই ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের প্রস্তাবিত অনানুষ্ঠানিক এ বৈঠকের বিষয়টি ভাবছে না।
ইরানের এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করলেও এ ইস্যুতে তারা ‘অর্থবহ কূটনীতির অংশ হতে প্রস্তত’ বলে জানিয়েছে।
ইরান-ইস্যুতে সমাধানের পথ খুঁজতে অন্য বড় শক্তির দেশগুলোর সঙ্গে আলোচনায় আগ্রহের কথাও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
অনলাইন।