করোনা মহামারী থেকে উত্তরণের পর স্প্রিং সেমিস্টারে স্কুলে গেলো বেইজিংয়ের শিশুরা। বৃষ্টি, তুষারপাত ও ঠাণ্ডা আবহাওয়া থেকে সুরক্ষার জন্য মোটা কাপড় পরে স্কুলের পথে পা বাড়ায় স্কুল পড়ুয়া শিশুরা।
চীনে বসন্তকালীন স্কুল শুরু হয় মার্চ মাসে। ঠিক নির্ধারিত দিনেই স্কুল খুললো। অভিভাবকের হাত ধরে স্কুলে যেতে দেখা গেলো শিশুদের। স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে তারা স্কুলে যাচ্ছে।
কিন্ডারগার্টেন, প্রাইমারি, এবং মিডল স্কুলের শিক্ষার্থীরা মার্চের ১ম দিনই স্কুলে উপস্থিত হয়।
মহামারীর কারণে অনলাইনে ক্লাস হচ্ছিলো গত বছর। আর এ বছর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি মহামারী থেকে উত্তরণের শুভ ইঙ্গিত বহন করছে।
সুত্রঃ চায়না ডেইলি।