করোনাভাইরাস প্রতিরোধে নির্ধারিত সময়েই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, আরও ভ্যাকসিন আনা সম্ভব হলে শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউল আবারো বিবেচনা করা হবে।
এছাড়া ভ্যাকসিন দেওয়ার বয়স সীমা আরও কমিয়ে আনা হবে বলেও তিনি জানান।
বিদেশী নাগরিক, সরকারী কর্মচারী এবং বিভিন্ন পোর্টে যারা কাজ করছেন তাদেরও ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশীরা।
ভবিষ্যতে করোনার যে টিকা আসবে সেটাও সরকার বিনামুল্যে দেবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরও বলেন, আগামী জুলাইয়ের মধ্যে চার কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়াও অন্যান্য দেশ থেকেও টিকা আনা হবে।
এখন পর্যন্ত ৩৩ লাখ মানুষ টিকা নিয়েছেন, এবং ৪৫ লাখ মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।