শুহিনুর খাদেম।। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিনাঞ্চলে আরো একটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে এবং জনগণের সার্বিক কল্যানের কথা চিন্তা করে গবেষকদের বড় পরিসরে গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়াও গবেষকদের সব ধরনের সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো আন্তরিক হবার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।