সৈয়দ আফজাল আহমেদ।। আগামী ১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বর্তমানে সিলেট থেকে ঢাকা ও কক্সবাজার রুটে চালু আছে বিমানের ফ্লাইট। আগামী ১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট চলাচল করবে। তবে, কোন দুইদিন তা এখনো জানা যায়নি।
সিলেট- চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী, বেসামরিক বিমান পরিবিহন ও পর্যটন প্রতিমন্ত্রী, সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দ্য সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
জানা যায়, এ রুটে বিমানের ফ্লাইট চালুর জন্য সিলেট চেম্বার অব কমার্স দীর্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসছিলো। সিলেট চেম্বারের দাবী বিবেচনায় নিয়ে ১৭ মার্চ থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।