গ্রীষ্মে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ রোধে তিনটি নির্দেশনা দেন তিনি।
মঙ্গলবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রীসভা বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
এসময় তিনি জানান, ভ্যাকসিন নিলেও তিনটি নির্দেশনা মেনে চলার কথা বলেন শেখ হাসিনা। বাইরে বের হলেই সবাই যেন মাস্ক পরিধান করেন সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
ইদানিং বিনোদন কেন্দ্রগুলোতে অনেক লোকজনের সমাগম হচ্ছে। এখান থেকেও করোনা সংক্রমণ হতে পারে- এমন আশঙ্কা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
এছাড়াও, সব জায়গা থেকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে আবারো মোবাইল কোর্ট নামানো হতে পারে।