হাবিবুর রহমান মাসুক।। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেলকে বরণ করে নিলো চুনারুঘাট উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১০ মার্চ) চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ নতুন মেয়রকে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে নতুন মেয়রকে অভিনন্দন ও শুভ কামনা জানান এবং একটি আদর্শ ও আলোকিত পৌরসভা গঠনে তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গত ১৪ ফেব্রুয়ারি চুনারুঘাট পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রুবেল।
নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।