1. admin@chunarughat24.com : admin :
বিএনপি'র আগামীকালের মহাসমাবেশ স্থগিত
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৮:২৫ অপরাহ্ন

বিএনপি’র আগামীকালের মহাসমাবেশ স্থগিত

চুনারুঘাট
  • সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৮৮ বার পঠিত
বিএনপি'র আগামীকালের মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঢাকা বিভাগীয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৬ মার্চ) ঢাকা মহানগর দক্ষিনের উদ্যোগে এ সমাবেশ হওয়ার কথা ছিলো।

সোমবার (১৫ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের কথা জানান।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংস সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, সার্বিক অবস্থা বিবেচনায় মহাসচিব আগামীকালের সমাবেশ স্থগিত ঘোষণা করেছেন। মহানগর নাট্যমঞ্চসহ তিনটি স্থান মহাসমাবেশ অনুষ্ঠানের জন্য বিবেচনায় ছিলো।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন রোববার থেকে অসুস্থ। ঢাকা দক্ষিনে এই সমাবেশ আয়োজনের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত ছিলো, যেমনটি অন্যান্য মহানগরের বেলায় প্রার্থীদের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এ অবস্থায় সার্বিক বিবেচনায় সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

অনলাইন।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!