মিয়ানমারে রোববারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে চলা সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এর আগে একদিনে আর এতো মানুষ নিহত হননি।
আজ সোমবার (১৫ মার্চ) পর্যন্ত সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে সবমিলিয়ে ১৬৭ জন নিহত হয়েছেন।
রোববার নিহত হওয়া অধিকাংশই ইয়াঙ্গুনের পশ্চিমে হ্লেইং থারইয়ার টাউনশিপের বাসিন্দা। সেখানে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর তাজা বুলেট, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে।
সোমবার যে ৩২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রোববার রাতে পাথেইনে গুলবিদ্ধ হওয়া তিনজন রয়েছেন।
হ্লেইং থারইয়ার টাউনশিপের একটি হাসপাতাল জানিয়েছে, সোমবার তাদের ওখানে ৩৭ জনের মৃতদেহ এসেছে। এসময় আহত অবস্থায় আরো ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইয়াঙ্গুনের আরেকটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে ৭ জনের মৃতদেহ এসেছে। আরো ৫৬ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর থেকে দেশটিতে জান্তা বিরোধী বিক্ষোভ চলছে।
এসব বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে দেশটির সামরিক সরকার। এমনকি আন্তর্জাতিক বাধা নিষেধও মানছে না তারা।
অনলাইন।