1. admin@chunarughat24.com : admin :
চীনের তৈরি টিকা নিলে পাওয়া যাবে চীনের ভিসা
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৭:৩৩ অপরাহ্ন

চীনের তৈরি টিকা নিলে পাওয়া যাবে চীনের ভিসা

চুনারুঘাট
  • সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৭০ বার পঠিত
চীনের তৈরি টিকা নিলে পাওয়া যাবে চীনের ভিসা

যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানসহ বেশকিছু দেশের জন্য সীমান্ত কড়াকড়ি শিথিল করবে চীন। তবে এ জন্য চীনে তৈরি করোনাভাইরাসের টিকা নিতে হবে সেসব দেশের মানুষের।

সোমবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব মানুষ চীনে তৈরি টিকা নিয়েছেন, নির্বাচিত সেসব মানুষই শুধু চীনের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এএফপির খবরে বলা হয়, একই রকম বিবৃতি দিয়েছে ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইতালি, শ্রীলংকায় অবস্থিত চীনের দূতাবাস।

বিবৃতিতে বলা হয়েছে, চীনের কোভিড-১৯ এর টিকা যারা নিয়েছেন তাদের ভিসা আবেদনের কার্যক্রম শুরু করবে চীন। এই নিয়ম এ সপ্তাহ থেকেই কার্যকর হচ্ছে। ফলে যারা কাজ শুরু করতে চীনে যেতে চান তারা আবেদন করতে পারেন। ব্যবসায়িক কাজে যেতে পারবেন। মানবিক প্রয়োজনেও যেতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনে তৈরি টিকার দুটি ডোজই যারা নিয়েছেন, অথবা ১৪ দিনের মধ্যে একটি ডোজ নিয়েছেন, শুধু তারাই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এখন পর্যন্ত চীনে স্থানীয়ভাবে উৎপাদিত টিকা ব্যবহার করছে দেশটি। তারা বিদেশি কোনো টিকা অনুমোদন দেয়নি। পাশাপাশি অন্য দেশেও এসব টিকা পাঠাচ্ছে চীন।

অনলাইন।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!