এফ এম খন্দকার মায়া।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ)বিকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং পরবর্তীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, সাংস্কৃতিক কার্যক্রম, নাটক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকালে অংশ গ্রহনকারী ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
এ সময়ে উপস্থিত অতিথিগণ সকলকে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা ও আদর্শ লালন করে সোনার বাংলা বিনির্মানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, নির্বাচন কমিশনার দ্বিপক কুমার রায়, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক, প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, উপজেলা সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া ও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি ও ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।