শেখ মাজহারুল শাকিল।। করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবো।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাস থেকে বাঁচা ও চিকিৎসার উপায় আমরা জানি। কিন্তু সব জেনেও আমরা মানি না। করোনা নিয়ন্ত্রণে না থাকলে অর্থনীতিও নিয়ন্ত্রণে থাকবে না। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, করোনাকালীন সময়ে দেশব্যাপী সামাজিক দূরত্ব ও মাস্কপরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আক্রান্তের সংখ্যা কমাতে চাইলে বিয়েসহ অন্যান্য উপলক্ষ্যে অনুষ্ঠান ও জনসমাগম বন্ধ রাখতে হবে।