সময় এখন দুষ্কাল। যে সময়ে সমাজের রন্দ্রে রন্দ্রে দানা বাধছে অন্ধকার। তাই তো ধর্মের নামে উগ্রবাদ, হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা- ভাংচুর। এমনই এক দুষ্কাল দেখা দিয়েছে সুনামগঞ্জের শাল্লায়। এ দুষ্কাল প্রতিরোধ করতে হবে।
সম্প্রতি নানা কর্মকাণ্ডের প্রতিবাদের মধ্য দিয়ে সিলেটে গড়ে উঠেছে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ঝুমন দাস আপন নামের এক যুবক কর্তৃক ‘কটাক্ষ’ করার অভিযোগে শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ সমাবেশে সমমনা সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সূত্রঃ সিলেট ভয়েস।