কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মঙ্গলবার বিকাল পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এছাড়াও, এখানকার চারটি ক্যাম্পের ১০ হাজারের বেশী ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গৃহহীন হয়ে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে, পাহাড়, জংগলে আশ্রয় নিয়েছেন।
ঘটনা তদন্তে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ছয় শিশুসহ ১১ জনের মৃত্যুর খবরের সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ- মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আজাদ মিয়া।
তবে, রোহিঙ্গা শিবিরে কর্মরত এনজিওগুলোর সমন্বয়কারী সংস্থা ইন্টার সেক্টর কো- অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) দাবী করছে, অগ্নিকাণ্ডে ১০ হাজার ঘর পুড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আরও অন্তত ৪৫০ জন আহত হয়েছেন।
আইএসসিজি আরও দাবী করছে যে, এ ঘটনায় অন্তত ৪৫ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৪০০ জন।
এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ১৫ জন মারা গেছেন।
অনলাইন।