মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে পদক্ষেপ গণপাঠাগার। এ উপলক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে অবস্থিত পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে ৩ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, পুস্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে বলে জানা যায়। আগামী ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানসুচির মধ্যে রয়েছে- ২৫ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন; ২৬ মার্চ, শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন; ২৭ মার্চ, দুপুর ২.০০ টা থেকে শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিকালে আলোচনা সভা।
শিক্ষার্থীদের অংশগ্রহণে যেসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- “ক” গ্রুপের (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) কবিতা পাঠ, বিষয়: মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা; “খ” গ্রুপের (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) সাধারণ জ্ঞান প্রতিযোগিতা; “গ” গ্রুপের (নবম থেকে দ্বাদশ শ্রেণি) উপস্থিত বক্তৃতা।
পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল প্রধান অতিথি থাকবেন বলেও জানা যায়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, পাঠাগারের সকল স্তরের সদস্য, শুভাকাঙ্খীসহ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোর্শেদ ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ।
বিজ্ঞপ্তি।