1. admin@chunarughat24.com : admin :
চুনারুঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৭:১৮ অপরাহ্ন

চুনারুঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

এফ এম খন্দকার মায়া
  • সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৬৮ বার পঠিত
চুনারুঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

এফ এম খন্দকার মায়া।। চুনারুঘাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ।

চুনারুঘাট উপজেলা প্রশাসন এর উদ্যোগে “২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২১” উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সাথে সাথেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কলেজ পযার্য়ে রোভার স্কাউট সদস্যবৃন্দের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, সকল বিভাগীয় প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজসহ সর্বস্থরের জনগণ।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!