রিমন মুক্তাদির।। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের সব সরকারী-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছুটি আবারো বাড়ানো হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের পর ২৩ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে থেকে শুরু হবে।
তবে, এ সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ শিক্ষামন্ত্রী সকলের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মোহাম্মদ আবুল খায়ের।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়ানোর পর ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারো ছুটি বাড়ানো হলো।