1. admin@chunarughat24.com : admin :
'নৈতিক সমাজ' নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৬:৩২ অপরাহ্ন

‘নৈতিক সমাজ’ নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা

চুনারুঘাট
  • সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৬৫ বার পঠিত
'নৈতিক সমাজ' নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা

নৈতিক জাগরণ, রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতি রোধসহ সমাজের সমাজের নানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘নৈতিক সমাজ’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

সাবেক মেজর জেনারেল ও রাজনীতিবিদ আমসাআ আমিনকে সভাপতি করে ৫০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সুমেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড. জাফরুল্লাহ চৌধুরী ও ড. আসিফ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, সাবেক মেজর মুজিবুল হক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, তফিজুদ্দিনসহ নৈতিক সমাজের কয়েকজন নেতা।

সম্মেলনে সভাপতি আমসাআ আমিন বলেন, দেশে ষাটের দশকের সেই ঐক্য আর নেই। জাতি আজ বিভক্ত। বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের দেশপ্রেম, সততা ও আত্মত্যাগ পরবর্তী রাজনীতি ধরে রাখতে পারেনি। উন্নতি অনেক হয়েছে কিন্তু উন্নতির সুফল সাধারণ মানুষ পায়নি।

তিনি বলেন, বাংলাদেশে অনেক দল আছে, কিন্তু বেশিরভাগই সমস্যার অংশ। ৫০ বছরেও তারা সমাধানের অংশ হতে পারেনি। নতুন দল ও মত প্রয়োজন। আমরা জনগণকে সাথে নিয়ে আগামী তিন বছরের মধ্যে শক্তিশালী দল হিসেবে কাজ করতে চাই।

সুত্রঃ জাগোনিউজ২৪।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!