শুহিনুর খাদেম।। ব্যবধান সাড়ে চার মাসের। এবার প্রয়াত হলেন তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। শনিবার রাত ২.৫৫ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর।
গত বছরের নভেম্বরে চলে গিয়েছিলেন বাঙালির এক অন্যতম সাংস্কৃতিক আইকন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন ডায়াবেটিসে। সম্প্রতি যোগ হয় কিডনির সমস্যা।
সাড়ে চার মাস আগে গত ১৫ নভেম্বর প্রয়াত হন সৌমিত্র। তাঁর পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, তারপর থেকেই যেন বাঁচার প্রতি আগ্রহ আরও ক্ষীণ হয়ে এসেছিল অশীতিপর দীপার।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক দীপা এক সময়ের খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন। এই খেলায় বহুদিন বাংলার প্রতিনিধিত্ব করেছেন তিনি।
সৌমিত্র ও দীপা দেবীর বিয়ে হয়েছিল ১৯৬০ সালের ১৮ এপ্রিল।
সুত্রঃ আনন্দবাজার