শুহিনুর খাদেম।। বাস মিনিবাসসহ গণপরিবহন বন্ধ থাকলেও দেশে ঢিলেঢালাভাবে চলছে সরকারঘোষিত ৭ দিনব্যাপী লকডাউনের প্রথম দিন।
যাত্রীবাহী যানবাহন না থাকলেও সকাল থেকে রাজধানী ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্নভাবে মানুষ বেড়িয়ে পড়েছেন। সড়কের বিভিন্ন সিগনালে যানবাহনের ভীড় দেখা গেছে।
সরকারি অফিস আদালতে অর্ধেক জনবল নিয়ে কাজ করার নির্দেশনা থাকলেও বেসরকারি চাকরিজীবীরা অধিকাংশ ক্ষেত্রে সে সুযোগ পান নি। ফলে অফিস ধরতে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে ওইসব অফিসগামী মানুষকে।
এছাড়াও, যাত্রীবাহী যানবাহন বন্ধ থাকায় মহাসড়কে দেখা গেছে রিক্সার মত অযান্ত্রিক যানকে।
কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় বিপনীবিতানগুলোতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায় নি রাজধানীসহ সারাদেশের মানুষকে।
স্বাস্থ্যবিধির নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ভূমিকায়ও দেখা গেছে ঢিলেঢালা ভাব।