1. admin@chunarughat24.com : admin :
মার্চে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৭:১৬ অপরাহ্ন

মার্চে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত

চুনারুঘাট
  • সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৭ বার পঠিত
মার্চে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত

এ বছরের মার্চ মাসে সারা দেশে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত হয়েছেন। পাশাপাশি এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯৮ জন।

এ বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা বাড়লেও কমেছে হতাহতের সংখ্যা।

সোমবার (৫ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে ৪০৬টি দুর্ঘটনায় ৫১৭ জন নিহত হয়। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দুর্ঘটনার সংখ্যা বাড়লেও হতাহতের সংখ্যা কমেছে।

মার্চে নিহতদের মধ্য ৭৮ জন নারী ও ৬৩ জন শিশু রয়েছে।

৪০৯টি দুর্ঘটনার মধ্যে ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনা। এছাড়াও, মার্চ মাসের দুর্ঘটনায় ১৩৬ জন পথচারী নিহত হয়েছেন। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন।

এছাড়া মার্চে নৌ-দুর্ঘটনায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। আর রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

অনলাইন।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!