দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৭ এপ্রিল) অর্থনৈতিক বিষয় ও সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘করোনার ক্ষতি মোকাবিলায় প্রণোদনাসহ সবগুলো প্যাকেজই প্রধানমন্ত্রীর ধারণা ও পরিকল্পনায় হয়েছে। যদিও আমাদের মন্ত্রণালয় থেকে তা ঘোষণা করা হয়েছে। আমরা শুধু এসব প্যাকেজ বাস্তবায়ন করেছি।
অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক আমাদের সম্পর্কে বেশ উচ্ছ্বসিত ধারণা দিলেও মূলত আমাদের কাজ আমাদেরই করতে হবে। তত্বগত ধারণা বাদ দিয়ে ব্যবহারিক ধারণা নিয়ে ভাবতে হবে।
অনলাইন।