1. admin@chunarughat24.com : admin :
ধর্মযুদ্ধের শিশু: মিজবাহ জাভেদের কবিতা
বুধবার, ২৩ জুন ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন

ধর্মযুদ্ধের শিশু: মিজবাহ জাভেদের কবিতা

মিজবাহ জাভেদ
  • সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১০৩ বার পঠিত
ধর্মযুদ্ধের শিশু: মিজবাহ জাভেদের কবিতা

মানুষের ধর্মের পরিচয় কর্মে
জন্মে পাওয়া ধর্ম কেবলই অন্ধ বানায়
বিশ্বাসী কিংবা অবিশ্বাসী নয়।

আজ যে শিশু বাবার ধর্মের অনুসারী
তার ধর্মবিশ্বাস এখনও প্রস্ফুটিত হয়নি।

ধর্মটা তার কাছে তোতা পাখির মতো কেবলই শেখানো বুলি
আট-দশটা খেলার মতোই একটা খেলা
সে ধর্ম পালন নয়, অনুকরণ করে মাত্র,
বাহবা কুড়ায়; এতেই তার আনন্দ।

এ শিশু জানেনা ধর্মের বিশালতা কিংবা কলুষতা।
এ শিশু শিখেনি ধর্মের নামে নোংরামি
যে শিশু রক্তাক্ত তোমার ধর্ম নামের রক্তের হোলিখেলায়
সে রক্তের রঙ চিনতে শিখেনি
সে জানে না -রক্তের গন্ধ কেমন।

যে শিশুটি ধুলি নিয়ে খেলার কথা,
সে আজ মাইন নিয়ে খেলে তোমার ধর্মের নামে নোংরামির কারণে।
যার ফুটবলে লাথি দেয়ার কথা,
সে আজ পা- হারা পঙ্গু।

যার কথা ছিল বই হাতে স্কুলে যাবার,
সে হাসপাতালে শুয়ে ক্যানোলা হাতে।
যার কথা ছিল মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাবার,
সে আজ মায়ের কবরে অশ্রুপাত করে।

যার কথা ছিল বাবার কাঁধে চড়ে বিশ্ব দেখার
তার কাঁধেই আজ বাবার লাশ।
এ সবই তোমার ধর্মের নামে নোংরামির কল্যাণে।
স্কুলগুলো আজ ধ্বংসস্তুপ
হাসপাতালগুলো লঙ্গরখানা
ধর্মালয়েও নিরাপত্তা নেই,
বরং সবচেয়ে অরক্ষিত।

বাতাসে বারুদের গন্ধ
গলিতে গলিতে রক্তের ছোপ
রাস্তায় ঘরহারাদের হাহাকার
শূণ্য ভজনালয়, পূর্ণ শবাধার
আর তোমরা ফেটে পড়ো বুনো উল্লাসে।

যে শিশুটা ডান-বাম জানে না
সাদা-কালোর পার্থক্য বুঝে না
সেও তোমার-আমার হিংসার বলি।
শিশু কখনো সন্ত্রাসী, জঙ্গি
কিংবা মুক্তিকামী হয় না।

সে মোহাচ্ছন্ন ফ্যানাটিস্ট
কিংবা পুর্বপুরুষের অনুকরণপ্রিয় মাত্র।
তার কন্ঠের মিছিল সে নিজে শিখেনি, শেখানো হয়েছে।
হাতের অস্ত্র সে নিজে নেয়নি, দেয়া হয়েছে।
বিপ্লবের পথে সে নিজে আসেনি, আনা হয়েছে।

সে না হিন্দু, না বৌদ্ধ, না মুসলিম, না খৃষ্টান কিংবা ইহুদী
তার পরিচয় সে নিস্পাপ, মোহাচ্ছন্ন, কেবলই অবোধ শিশু।

তার বুক ঝাঁঝরা করার আগে একবারও চোখে ভেসেছে কি তোমার নিজের শিশুটির মুখ?
(২১ মে ২০২১)

লেখক। পিএইচডি ( গবেষণারত)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020-2021 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!