1. admin@chunarughat24.com : admin :
কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে ১০ জন নিহত
বুধবার, ২৩ জুন ২০২১, ০৩:১৭ পূর্বাহ্ন

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে ১০ জন নিহত

রিমন মুক্তাদির
  • সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৭৫ বার পঠিত
কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে ১০ জন নিহত
ছবিঃ ডয়চেভেলে।

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ক্যালি শহরে সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গুলি চালালে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

প্রস্তাবিত কর বৃদ্ধিকে কেন্দ্র করে গত এপ্রিলে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়ে শনিবার (২৯ মে) ব্যাপক সহিংসতায় রূপ নিলো।

এএফপির জানায়, দেশটিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালি শহরে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক।

শুক্রবারের সকালে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হন। পুলিশ বলছে, ১০ জনের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিতে শুক্রবার রাতে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন।

এক মাস ধরে চলা বিক্ষোভে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

অবশ্য কর বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করা হলেও বিক্ষোভ থামছে না। বরং পুলিশি সহিংসতা, দরিদ্রতা এবং স্বাস্থ্য-সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ নতুন মোড় নেয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে ক্ষমতায় আসেন ইভান ডিউক।

পরের বছরই বিনা মুল্যে শিক্ষা, উন্নত কর্মসংস্থান ও জনমুখি সরকারের দাবীতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন।

তবে চলতি বছর এপ্রিলে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নামেন দেশটির মধ্যবিত্তরা।

অনলাইন।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020-2021 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!