1. admin@chunarughat24.com : admin :
হবিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বুধবার, ২৩ জুন ২০২১, ০৩:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাবিবুর রহমান মাসুক
  • সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১০২ বার পঠিত
হবিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবিঃ জেলা প্রশাসন হবিগঞ্জ।

হবিগঞ্জের জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

আজ ৪ জুন (শুক্রবার) সকাল ৯:৩০ ঘটিকায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম ও জনাব নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জের মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।

এছাড়াও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিকবৃন্দ, খেলোয়ারসহ ক্রীড়ামোদীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লাখাই বনাম মাধবপুর বালকদের ফুটবল ম্যাচের মাধ্যমে এই ফুটবল টুর্নামেন্টের সুচনা ঘটে।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020-2021 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!